Publisher Revenue

আপনার যদি লেখালেখি করার ইচ্ছে এবং কিছুটা অভিজ্ঞতা থাকে অথবা আপনি যদি একজন প্রফেশনাল শ্রেণীর লেখক/লেখিকা হয়ে থাকেন তাহলে গুডফেল ব্লগিং প্লাটফর্ম আপনার জন্য খুব সহযোগী হবে। এছাড়াও আমাদের মধ্যে যাদের লেখালেখির অভ্যাস রয়েছে কিন্তু নিজের মতো লেখা প্রকাশ করার কোনো প্লাটফর্ম পাচ্ছি না অথবা আপনি লিখলেও আপনার লেখা চুরি হয়ে যাচ্ছে অন্য কোথাও তাদের জন্যই গুডফেল ব্লগিং প্লাটফর্ম।

আপনার কনটেন্ট টি গুডফেল ডটকম ওয়েবসাইটে পাবলিশ হওয়া মানে শুধু এই নয় যে এটি আমাদের প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকছে। বরং আপনার যুক্তিযত ও উপযোগী কন্টেন্টটি পড়বে দেশ এবং দেশের বাইরের লক্ষাধীক পাঠক।

এছাড়াও আপনার সময় ও যুগোপযোগী কন্টেন্টি অন্যরা যেমন উপকৃত হবে তেমন আপনার মেধা ও শ্রমের সম্মানীও প্রদান করে থাকে গুডফেল ডটকম। আর এর জন্য হতে হবে সৃজনশীল ও গ্রহণযোগ্য নিয়ম কানুনের অংশ।


আপনি যদি আপনার স্মার্টফোনের মাধ্যমে গুডফেল ডটকমে যুক্ত হতে চান তাহলে অনলাইনে গিয়ে goodfel.com লিখে সার্চ করুন এবং আপনার সাধারণ তথ্য গুলো দিয়ে রেজিস্ট্রার করুন। রেজিস্ট্রেশন হওয়ার পরে পরেই আপনি আপনার কনটেন্ট গুডফেল ডটকমে সাবমিট করতে পারবেন। বাড়তি কোনো নিয়ম কানুনের ঝামেলার অপশন নেই।

লেখালেখির বিষয়বস্তু:
একজন সৃজনশীল এবং আপডেট রাইটার আমাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি পেয়ে থাকেন। সুতরাং বর্তমান সময়ের সঙ্গে মিল রেখে ট্রেন্ডিং এবং প্রয়োজনীয় যে কোনো বিষয় নিয়ে আপনি আপনার কনটেন্ট সাবমিট করতে পারবেন গুডফেল ডটকম ওয়েবসাইটে।

আপনার জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনার কন্টেন্ট টি যেকোনো ক্যাটাগরীর আওতায় হতে পারে। আপনি এক বা একাধিক ক্যাটাগরীর লেখক হতে পারেন তাতে কর্তৃপক্ষের কোনো বিধিনিষেধ নেই।


কনটেন্ট এপ্রুভ হওয়ার শর্তাবলী:
১. একটি আর্টিকেলের টাইটেল অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এটি সম্পূর্ণ ইউনিক এবং সর্বোচ্চ ৮০ অক্ষরের হতে পারে। ৮০ অক্ষরের বেশি টাইটেল গ্রহণযোগ্য নয়।
২. ডেসক্রিপশন সর্বোচ্চ ১০০ অক্ষরের হতে পারে। ১০০ অক্ষরের বেশি ডেসক্রিপশন গ্রহণযোগ্য নয়।
৩. একটি কনটেন্ট সর্বনিম্ন ৪০০ শব্দের হতে হবে।
৪. আপনার দ্বারা সাবমিট কৃত কন্টেন্টটি অবশ্যই আপনার নিজস্ব হতে হবে এবং তা অন্য কোনো প্ল্যাফর্মে থাকা যাবে না। কন্টেন্টি ১০০% ইউনিক এবং কপিরাইট ফ্রী হতে হবে। কনটেন্ট এপ্রুভ এবং পাবলিশ হওয়ার পরবর্তীতে কপিরাইট রিপোর্ট পাওয়া গেলে কর্তৃপক্ষ যেকোনো চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
৫. আপনি যে বিষয়টি নিয়ে লিখছেন তা অবশ্যই তথ্যবহুল হতে হবে।
৬. কন্টেন্টের মাঝে বহির্ভুত বা অনাকাঙ্খিত কোনো প্রকার স্প্যাম লিংক দেওয়া যাবে না।
৭. আপনার কনটেন্ট সাবমিট করার পর তা গুডফেল কনটেন্ট টিম রিভিউ করবেন এবং এর জন্য সর্বোচ্চ সময় ২৪ ঘন্টা লাগতে পারে।


কনটেন্ট রাইটার আয়:
গুডফেল ডটকম প্রতিটা কনটেন্ট রাইটারের মেধা ও শ্রমকে অবশ্যই মূল্যায়ন করে। প্রত্যেকেই আমাদের নিকট শ্রদ্ধাশীল ও সম্মানিত ব্যাক্তি।

গুডফেল ডটকম পেমেন্ট করে নিদ্রিষ্ট একটি এমাউন্টের ভিত্তিতে। বর্তমান আমাদের প্লাটফর্মে একজন কন্টেন্ট রাইটার মাত্র ১০ টি আর্টিকেল প্রকাশ করার মাধ্যমে ৳১০০ টাকা পেয়ে থাকেন।

এবং সর্বনিম্ন টাকা উত্তোলন লিমিট ৳১০০ টাকা। আপনার টাকা উত্তোলন করতে আপনার একাউন্টে সর্বনিম্ন ৳১০০ টাকা ব্যালেন্স হতে হবে।

গুডফেল কিভাবে পেমেন্ট করে:
আপনার গুডফেল একাউন্টে যদি ৳১০০ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকে তাহলেই আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন।

গুডফেল ডটকম পেমেন্ট মেথড হচ্ছে:
১. বিকাশ
২. নগদ
৩. রকেট
৪. ব্যাংক

এই মেথড গুলোর মাধ্যমে গুডফেল ডটকম পেমেন্ট করে থাকেন।


আপনার কোনো মূল্যবান মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের "Contact Us" পেজ থেকে মেসেজ করুন।

অথবা সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়: support@goodfel.com