একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে দেশের বিভিন্ন স্কলার বা সেলেব্রেটি Goodfel এ যুক্ত হচ্ছেন। তবে এর মাঝেই এক শ্রেণীর দুষ্ট লোকেরা অন্যায় ভাবে ওই সমস্ত পপুলার বা স্কলারদের নামে একাউন্ট তৈরী করছেন এবং নিজেদের বলে দাবি করছেন। যা Goodfel কোনো ভাবেই স্বীকৃতি দেয় না।
Goodfel কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন নিদ্রিষ্ট কিছু ডকুমেন্ট যাচাই বাছাই এর পরে দেশের বিভিন্ন স্কলার বা সেলেব্রেটি দের Goodfel পেজ অথবা একাউন্ট এর নামের পাশে একটি ভেরিফাইড চিহ্ন দেখাবে। যার মাধ্যমে তাদের ফ্যান - ফলোয়ার এবং সাধারণ ইউজার সহজেই তাদেরকে খুঁজে পান এবং নিয়মিত ফলো করেন।
ভেরিফিকেশন এর জন্য ডকুমেন্ট সাবমিট করার পূর্বে অবশ্যই আপনাকে এই নির্দেশনা গুলো জানতে হবে:
আপনার Goodfel একাউন্ট এর নাম, জন্ম তারিখ সহ ইত্যাদি সব কিছু জমা দেওয়া ডকুমেন্ট এর সঙ্গে একই থাকতে হবে। Goodfel Verification Team আপনাকে যেকোনো সময় আপনার ডকুমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন।
আপনি যদি আপনার ডকুমেন্ট গুলো ঠিক মতো জমা দিতে না পারেন এবং বেশ কয়েকবার একই ভুল করতে থাকেন তাহলে আপনার Goodfel একাউন্ট ডিজাবল বা সাসপেন্ড অথবা স্থায়ী ভাবে বন্ধ হয়ে যেতে পারে সিকিউরিটি রক্ষার্থে।
এবং মিথ্যা বা জালিয়াতির মাধ্যমে ভুল তথ্য প্রদানের কারণে Goodfel এ রিপোর্ট করার অধিকার রাখে।
Goodfel Verification Steps:
একটি ভেরিফাইড একাউন্ট এর মাধ্যমে আমরা সকলেই নিশ্চিত হতে পারি যে এই একাউন্ট টি কোনো সন্দেহ জনক নয় এবং তা নিদ্রিষ্ট ভাবে চিহ্নিত হবে।
Goodfel এ ভেরিফাইড হতে কয়েকটি স্টেপ পূরণ করতে হবে।
নিম্নে উদাহরণ সহ ভেরিফিকেশন নির্দেশনা বুঝিয়ে দেওয়া হলো। এবং এই নির্দেশনা অনুযায়ী Goodfel Verification Team আপনার ডকুমেন্ট যাচাই করবেন।
১. ভেরিফিকেশন এর শুরুতে আপনার প্রোফাইল বা পেজ এর ইউজারনেম লিখুন। যা আপনি ভেরিফাই করতে চান।
২. পরবর্তীতে আপনি কেন আপনার প্রোফাইল বা পেজটি ভেরিফাই করতে চাচ্ছেন তা জানিয়ে একটি মেসেজ লিখুন।
৩. ডকুমেন্ট জমা দেয়ার পূর্বে নিচের নির্দেশনাগুলো ফলো করুন:
ক. "Copy of your passport or ID card" অপশনে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট এর কপি জমা দিতে হবে।
খ. অথবা অন্য যেকোনো গভর্মেন্ট পেপার যেখানে আপনার নাম, ছবি, স্বাক্ষর এবং জন্ম তারিখ রয়েছে।
গ. জমাকৃত আইডিতে অবশ্যই আপনার ছবি, স্বাক্ষর, নাম এবং জন্ম তারিখ অন্তর্ভুক্ত থাকতে হবে।
৪. "Your personal picture" অপশনে আপনার আইডি কার্ড সহ আপনার ছবি জমা দিতে হবে। অর্থাৎ, আপনার ডান হাতে আইডি কার্ড এবং অপর হাতে একটি সাদা কাগজে "Goodfel.com Profile Verification" লেখা থাকতে হবে।
বিঃদ্রঃ জমাকৃত ডকুমেন্ট অবশ্যই হাই রেজুলেশন হতে হবে। জুম্ (টেনে বড়) করে যেন স্পষ্ট ভাবে লেখাগুলো পড়া যাই। এবং ভেরিফিকেশন এর জন্য আপনার পার্সোনাল ছবিতে কোনো প্রকার ইডিট বা আলাদা ভাবে কোনো শ্যাডো লাগানো থাকতে পারবে না। একদম অরিজিনাল ছবি জমা দিতে হবে।
Best Regards,
Goodfel Verification Team.