আজ একটু পরেই কলেজে গেলাম।যাওয়ার পর সকল পরিচিত বন্ধুদের চেয়ারা সামনে পড়লো।
কালকেও তাদের সবাইকে খুব আপন মনে করতাম।ভাবতাম তাদের মত কেউ হয় ই না।
যাই হোক প্রতিদিনের মত আজকে তাদের সাথে বেশি কথা বললাম না একটু কম কথা বললাম।
কলেজ শেষ করে বাড়ি আসার জন্য রওনা দিলাম।
রাস্তায় অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো। প্রতিদিন তাদের কে সালাম দিতাম মত বিনিময় করতাম।আজকে শুধু সালাম দিয়ে চলে আসলাম। বাড়িতে আসার পর রুমে যাওয়ার আগেই কয়েকজন প্রতিবেশীর সাথে দেখা হলো
কিন্তু তাদের দিকে আজকে দেখেও না দেখেই চলে আসলাম।
আজকের দিনটা একটু ভিন্নমত গেলো।হয়তো কেউ কেউ মনে করেছে কোনো কারণে মন খারাপ করে আছি। সবাই জানে আমি হাসি খুশি হলেও কখনো নিজের বিষয়ে সবার সাথে বেশি কথা বলি না । তাই হয়তো কেউ জিজ্ঞেস করলো না।
এইভাবে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেলো। আজকে ঘুমাতেও একটু দেরি হলো।ঘুমটা আসতেছিল না।
ঘুমানোর আগে ভাবতেছিলাম গতকাল রাতে যা হয়েছিল আজকেও কি সেই ঘটনা হবে আমার সাথে! আমি খুব উৎসাহের সাথে ভাবতেছি।
ভাবতে ভাবতে হটাৎ ঘুমিয়ে পড়েছি।
ঘুমের মধ্যে কেউ একজন আসলো, চেয়ারাটা ভালো বুঝা যাচ্ছে না।
ঠিক গতকালের ঘটনার মতোই আজকেও একই ঘটনা ঘটলো।
এইবার বলি সেই প্রথম দিনের ঘটনা যেই কারণে আজকের দিনটা একটু আলাদা ছিল।
লোকটি এসে আমাকে দেখাচ্ছিল আমি যাদের আপন করি তারা আমাকে কতটা পর মনে করে
আমি যাদের মন থেকে সম্মান করি তারা আমাকে কতটা অবহেলা করে।
আমি যাদের কে ভালোবাসি তারাই আমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করে বেড়াচ্ছে।
মানুষ গুলোর চেয়ারা দেখে নিজেরই খারাপ লাগতেছে। তাই আজ একটু তাদের থেকে দূরে থাকলাম।
মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়লাম।
সকালে ঘুম থেকে উঠেই সেই চিন্তা আবার শুরু হলো!
এর পর ভাবলাম ঐটা তো স্বপ্ন ছিল।আর স্বপ্ন তো সত্যি হয়না মিথ্যা হয়। তাও কেমন জানি মন থেকে সেটা দূর হচ্ছে না।
বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমি আড়াল থেকে তাদের কিছু আলোচনা শোনার চেষ্টা করলাম। এতে বুঝলাম স্বপ্ন হলেও ঘটনাগুলো আদৌ মিথ্যা না।
মনটা আরো বেশি খারাপ হয়ে গেলো।
বাড়ি ফিরে আসলাম।
আজ একটু তাড়াতাড়িই ঘুমিয়ে গেলাম।
ওই লোকটি আজ আর স্বপ্নে আসলো না।
মাঝ রাতে ঘুম ভেংগে গেল।আর কিছুতেই ঘুম আসতেছিল না।মাথায় চিন্তা হচ্ছিল এখন আমি কি করবো! সবার থেকে দূরে থাকবো? নিজেকে আড়াল করবো?
হটাৎ মনে পড়লো রসূল (সা) এর জীবনের কিছু কথা: তায়েফে কাফিররা ওনাকে পাথরের আঘাত করে রক্তাক্ত করেছিল কিন্তু আল্লাহর রসূল তাদের থেকে কোনো প্রতিশোধ নেন নি বরং তিনি আল্লাহর কাছে তাদের হেদায়াতের জন্য প্রার্থনা করেছেন।
মক্কা বাসী তাকে নিজের জন্মস্থান ছেড়ে যেতে বাধ্য করেছিলেন মক্কা বিজয়ের পর তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন।
এইটা থেকে মনে পড়লো যে যেমন আচরণ ই করুক না কানো তাদের সাথে পাল্টা সেই আচরণ আমার কাম্য নয়।
লেখক:Muhammad Rashed
#mrashed21