রাষ্ট্রের দায়িত্বশীল কর্মীর জন্য স্যালুট পা হারিয়েও তিনি নির্বিকার। যেন মনে মনে বলছেন, 'অগ্নিদগ্ধ ভাইবোনদের জন্য কিছু করতে পারলাম না।'
মনকষ্ট নিবেন না। আপনি হেরে যাননি, বরং মানবতাকে জয় করেছেন।
কর্তব্য পালন করতে গিয়ে পা হারানো পুলিশ সদস্যের প্রতি অশেষ দু'আ ও সহমর্মিতা জানাচ্ছি। আপনার এই ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে আজীবন। فالله خير حفظاً وهو أرحم الرحمين আল্লাহ উত্তম হেফাযতকারী এবং তিনিই সর্বাধিক দয়ালু।
#prayforchittagong