~ সকালে আগারগাঁও গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। ফেরার সময় এই রিকশা মামাকে ভাড়া জিজ্ঞেস করলাম, তখনও তার রিকশার সামনের পোস্টার আমার চোখে পরেনি। উনি এক গাল হাসি দিয়ে বললো, কোন ভাড়া লাগবে না, রোজায় ফ্রি চালাই মামা.... প্রথমে ভাবলাম মজাই করছে হয়তো! উঠলাম... আসতে আসতে তার গল্প শুনলাম। রোজার শুরুতে ৫০% ভাড়া ছিল।
শেষ ১০ রোজায় একদমই ফ্রি। অদ্ভুত না? পেট চালাতে সারাদিন রিকশা নিয়েই বাইরে থাকা লাগে, নামাজ ইবাদাতের সুযোগ হয়না, তাই এটাকেই তিনি ইবাদাতের ছোট একটা অংশ হিসাবে করছেন। নামার সময় উনাকে কিছু টাকা দিতে চাওয়ায় উনি একদমই রাজি না, শেষমেষ ঈদের সালামি বলাতে নিলেন, খুব খুশি হলেন... "মামা আপনার জন্য ঈদের পরেও সব দিন ফ্রি" বলে হাত তুলে দোয়া করলেন।
উনার রিকশায় বসে আমার নিজেকেই খুব ছোট লাগছিল। আমরা কয়টা মানুষকে মন থেকে সাহায্য করি? এক দিনে কয়টা মানুষকেই বা দান করি? দান করতে, কারো উপকার করতে সত্যিই সামর্থ্য লাগে না, মন লাগে। এই মানুষটার মতো মন।আমাদের আশেপাশে কত ভালো মানুষ নিশ্চুপে ঘুরাফিরা করে... তাই না?
- Bengali Sarcasm
