6 w - Translate

~ সকালে আগারগাঁও গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। ফেরার সময় এই রিকশা মামাকে ভাড়া জিজ্ঞেস করলাম, তখনও তার রিকশার সামনের পোস্টার আমার চোখে পরেনি। উনি এক গাল হাসি দিয়ে বললো, কোন ভাড়া লাগবে না, রোজায় ফ্রি চালাই মামা.... প্রথমে ভাবলাম মজাই করছে হয়তো! উঠলাম... আসতে আসতে তার গল্প শুনলাম। রোজার শুরুতে ৫০% ভাড়া ছিল।

শেষ ১০ রোজায় একদমই ফ্রি। অদ্ভুত না? পেট চালাতে সারাদিন রিকশা নিয়েই বাইরে থাকা লাগে, নামাজ ইবাদাতের সুযোগ হয়না, তাই এটাকেই তিনি ইবাদাতের ছোট একটা অংশ হিসাবে করছেন। নামার সময় উনাকে কিছু টাকা দিতে চাওয়ায় উনি একদমই রাজি না, শেষমেষ ঈদের সালামি বলাতে নিলেন, খুব খুশি হলেন... "মামা আপনার জন্য ঈদের পরেও সব দিন ফ্রি" বলে হাত তুলে দোয়া করলেন।

উনার রিকশায় বসে আমার নিজেকেই খুব ছোট লাগছিল। আমরা কয়টা মানুষকে মন থেকে সাহায্য করি? এক দিনে কয়টা মানুষকেই বা দান করি? দান করতে, কারো উপকার করতে সত্যিই সামর্থ্য লাগে না, মন লাগে। এই মানুষটার মতো মন।আমাদের আশেপাশে কত ভালো মানুষ নিশ্চুপে ঘুরাফিরা করে... তাই না?

- Bengali Sarcasm

image
8 w - Translate

ঢাকা বঙ্গবাজারে ভয়াবহ আগুন

imageimage
10 w - Translate

সাহরি ও ইফতারের সময়সূচী
১৪৪৪ হিজরী, ২০২৩ খ্রিষ্টাব্দ

- Goodfel

image
10 w - Translate

বাংলাদেশে ঘুস ছাড়া ব্যবসা-বাণিজ্য কঠিন হয়ে পড়েছে। ছোট- বড় সব ধরনের ব্যবসা বা শিল্পে সেবা ও নানা ধরনের অনুমোদন পেতে অর্থ ছাড়া কাজ হয় না। এই ঘুসই এখন ব্যবসা বণিজ্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

image
10 w - Translate

রমাযানের রোযা সংক্রান্ত ক‌য়েক‌টি মাসআলা

# ওজ‌রের কার‌ণে রোয‌ রাখ‌তে না পার‌লে কি তারাবীহ পড়তে হয় না?
- হাঁ, পড়‌তে হয়।

# তারাবীহর নামায একাকী পড়‌লে কি আদায় হয় না এবং সওয়াব পাওয়া যা‌বে না?
- হাঁ, আদায় হয় এবং সওয়াবও হয়। তারাবী‌হের জামাআত তরক কর‌লে গোনাহ হ‌বে না।

# ফরজ গোসল অবস্থায় কি সাহরী খাওয়া যায় না?
- যায়, বরং হাত মুখ ধুয়ে সাহরী খে‌য়ে নি‌বে এবং রোযা রাখ‌বে।

# ফরজ‌ গোসল অবস্থায় কি রোযা রাখা যায় ?
- অবশ্যই যায়। ত‌বে গোসল ক‌রে নামায আদায় করা ফরজ।

# নামায না পড়‌লে কি রোযা রাখা যায় না?
- যায়। নামায ও রোযা পৃথক পৃথক ফরজ। এক‌টির জন্য আরেক‌টি শর্ত নয়।

# সে‌হেরী খে‌তে না পার‌লে কি রোযা হ‌বে না?
- হ‌বে। সেহরী খাওয়া সুন্নাত মাত্র। জরু‌রি নয়।

# ঘুমা‌নোর পূ‌র্বে সেহরী খে‌য়ে রোযা রাখা যায় ?
- যায়।

# ঘু‌মের কার‌ণে সাহরী খে‌তে না পার‌লে কী করণীয়?
- যখনই জে‌গে ওঠ‌বে, তখন রোযার নিয়ত ক‌রে নি‌বে। অর্ধদিব‌সের পূ‌র্বে নিয়ত ক‌রে নি‌লে
রোযা হ‌য়ে যা‌বে। অর্ধদিবস হ‌লো সাহরীর শেষ সময় থে‌কে ইফতারীর সম‌য়ের মধ্যবর্তী সময়।

# স্বপ্ন‌দোষ হ‌লে রোযা ভে‌ঙে যায়?
- না।

# হস্ত‌মৌথন কর‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে?
- হাঁ, ভে‌ঙে যা‌বে এবং এক‌টি রোযা প‌রে কাযা কর‌তে হ‌বে।

# হিজামা বা সিঙ্গা নি‌লে কি রোজা ভে‌ঙে যা‌বে?
- না, ভাঙ্গ‌বে না।

# গো‌শ্তে ইন‌জেকশন বা র‌গে সেলাইন নি‌লে কি রোযা ভাঙ্গ‌বে?
- না, ভাঙ্গ‌বে না।

# থুথু গি‌লে ফেল‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে?
- নি‌জের থুথু গি‌লে ফেল‌লে রোযা ভাঙ্গবে না। হাঁ, স্বামী য‌দি স্ত্রীর থুথু, অথবা স্ত্রী য‌দি স্বামীর থুথু গি‌লে ফে‌লে, তা হ‌লে রোযা ভে‌ঙে যা‌বে।

# রক্ত দি‌লে বা নি‌লে কি রোযা ভে‌ঙে যা‌বে?
- না, ভাঙ্গবে না।

৩০শাবান ১৪৪৪‌হিজরী

- সাইফুদ্দিন গাজী

About

Goodfel.com is the first and popular social media network in the country of Bangladesh. Stay connected with your country friends and family.