মঙ্গল শোভাযাত্রা টিকে আছে, কিন্তু লাইফ সাপোর্টে আছে।
তার লাইফ সাপোর্ট যন্ত্রের নাম আগ্নেয়াস্ত্র।
আগ্নেয়াস্ত্রের সাপোর্ট না থাকলে কবে পাবলিক তা উঠায় দিতো।
কারণ আপামর পাবলিক সংস্কৃতির নামে এসব অপসংস্কৃতি বিরোধী।
শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, তথাকথিত সংস্কৃতিবাদীদের অধিকাংশ অপসংস্কৃতি এমনভাবে আগ্নেয়াস্ত্র সাপোর্টে টিকিয়ে রাখা হয়েছে। আপামর জনগণের সাথে তাদের কোনই সম্পর্ক নাই। শুধু অস্ত্রের জোরে তাদের অপসংস্কৃতি গ্রহণ করতে বাধ্য করা আরকি।
তবে যাই বলেন,
সংস্কৃতি টিকে থাকে মানুষের মনের ভেতর।
আগ্নেয়াস্ত্র দিয়ে আপনি বাস্তবেই সংস্কৃতি টিকিয়ে রাখতে পারবেন না।
লাইফ সাপোর্ট খুলে ফেললে যেমন রোগী মরে যায়,
তেমনিও আগ্নেয়াস্ত্র সাপোর্ট সরিয়ে দিলেও তাদের সংষ্কৃতি মরে যাবে,
কিছুতেই বাঁচবে না।